Posts

কবিতা

তোমার সাথে আমার হোক আমৃত্যু পরিণয়

July 9, 2024

অনিরুদ্ধ রনি

76
View

তোমার প্রেমে ভর করে বিষাদ মিশে যাবে সন্ধ্যায়,
আরো ঘন কালো হয়ে ডুবে যাবে পশ্চিম দিগন্তে।
তোমার অনুপস্থিতিতে ক্যাকটাসের কাটা বিঁধবে গলায়,
প্রেমের পূর্ণ প্রস্তাবে তোমারে পেতে সহ্য হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড।
দেহে বয়ে যাওয়া রক্তস্রোত আরো উত্তপ্ত হবে তোমার পরশে,
শেষ প্রহরে উদিত সূর্যের মতো আলো ফিরে দেখবে কালো চোখ।

মরুর বুকে বয়ে যাওয়া ধুলিঝড়....
কিংবা তুষারপাতে অবিচল পথিকের মতো, 
আমি হেঁটে যাবো তোমাকে পাওয়ার পথে।
হঠাৎ উদভ্রান্ত চোখে তোমাকে দেখে 
আমি হবো গভীর রজনীর মতো নিশ্চুপ।
এই তো আমার বিজয়ের দিন, 
বেদনাতুর কণ্ঠে তোমারে কাছে চাইবো...
যেন উতলা ধরণীর সুশীতল বার্তা নিয়ে তুমি সাড়া দেবে,
তোমার পরশে কেটে যাবে সব বিষাদের কালো মেঘ।
আমি ক্ষান্ত হবো... না, আমি থামবো না,
তোমারে ভালোবেসে যাবো অনন্ত সময়ের শেষ ভগ্নাংশ পর্যন্ত,
শুনে নাও শেষ কথা, ভালোবাসি তোমায়,
তোমার সাথে আমার হোক আমৃত্যু পরিণয়..

Comments

    Please login to post comment. Login