Posts

পোস্ট

পৃথিবীর সবচেয়ে মধুর এবং তেতো শব্দ বোধহয় 'ভালোবাসি'

July 9, 2024

অনিরুদ্ধ রনি

103
View

একইসাথে পৃথিবীর সবচেয়ে মধুর এবং তেতো শব্দ বোধহয় 'ভালোবাসি'। 
'ভালোবাসি' বলেই বোধহয় মায়ের কোলে পরম যত্নে ঠাঁই হয়। 'ভালোবাসি' বলেই বোধহয় বাবা দাঁড়িয়ে থাকেন মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে; ঝড়ঝাপটা উপেক্ষা করে আগলে রাখেন ভীষণ যত্নে। 
'ভালোবাসি' বলেই বোধহয় প্রথম প্রেমের ছোঁয়া পাওয়ার সৌভাগ্য হয়। 
'ভালোবাসি' বলেই বোধহয় সাধ হয় একসাথে সূর্যাস্ত দেখার, কিংবা একসাথে বৃষ্টিভেজার।
'ভালোবাসি' বলেই বোধহয় শেষ পর্যন্ত প্রিয় মানুষটা থেকে যেতে চায়!
'ভালোবাসি' বলেই কি চোখে ভাসে তার লাল পেড়ে, সাদা শাড়ি পরা একখানা ছবি?

আবার,
'ভালোবাসি' বলেই নিজের দুঃখটা পাহাড়সম করি নিজ হাতে। 
অন্যের জন্য দুঃখ? নাকি আপন মানসিক শান্তি খুঁজে না পাওয়ার ব্যর্থতা আমাদের কাঁদায়? 
–কি জানি!!!

Comments

    Please login to post comment. Login