পোস্টস

কবিতা

অপেক্ষার সমুদ্র সফেন

৯ জুলাই ২০২৪

Afsana Kishwar


আমি সৈকতের কাছে যাই কাঁচস্বচ্ছ জলে আকাশ স্নান করে শেষ বিকেলের মধু আলো মেখে-আমার দু'চোখ তোমাকে খোঁজে অবুঝের মতো; 

শীতল হাওয়ার সংবেদে আসন্ন বৃষ্টির শিরশির যখন রোমকূপে কাপাস তুলোর কোমল অনুভবের ছমছম তুলে নাচছে,
আমার নির্জন দু'হাত তোমার ছোঁয়া পাওয়ার ইচ্ছায় গুঁড়োগুঁড়ো হয়ে বিষণ্ণ এস্রাজের তারে নিজেকে মেলে দেয়। 

এই যে তোমাকে না পাওয়া,এই যে তোমাকে না দেখা 
আর মনে পড়ার এক বিসর্পিল স্মৃতির টানেল,
এখানে আয়ু সঁপে আমি অপেক্ষা করি 
তুমি যদি ভুল করে নিয়ে আসো 
প্রশান্তির সেই কাব্যিক সমুদ্র সফেন!