Posts

কবিতা

বিব্রত বিবেক

July 9, 2024

শরীফ এমদাদ হোসেন

ডুবছে ভবিষ্যৎ
সাঁতরে বেড়াচ্ছে বেসামাল অর্জন
অথচ দুর্ভিক্ষের মতো রোদ এসে উঠোনে হামাগুড়ি দেয়
সবুজ বৃক্ষ তৃণলতা অদ্ভুত সব পাখি, বিস্তীর্ণ দুঃখের প্রান্তর, আগন্তুক কাঠ কয়লায় পুড়ে পুড়ে অঙ্গার
সুতোনড়ি বিলে তাই আগুনের উত্তাপ
শস্য পুড়ে মিশে যায় চৌচির জমিনের বুক
মেঘ নেই, সঘন ঘন কুয়াশার অন্ধকার আর অভাব বৃষ্টির ঝমঝম শব্দে কেঁপে ওঠে মন ।

এই দেশ এই সবুজ বৃক্ষলতা স্বাধীনতা 
সবই আজ মুখোশপরা স্বৈরাচার
স্বার্থকে মুঠোয় পুরে
অদ্ভুত মায়াজাল পরিয়েছে চোখের ওপর।

বিব্রত বিবেক দেখছে চেয়ে, 
উলঙ্গ নেচে যাচ্ছে দুর্নীতি আর দুর্বৃত্তায়ন 
দুদক এনবিআর পিএসসি গিলে খাচ্ছে সততার বোলচাল 
কুহকের জালে আটকে মৃত্যু হয়েছে বিচারের
মায়াবী আঁধারে নাক ডেকে ঘুমাচ্ছে রাষ্ট,রাজনীতি।

কী করে জাগাবো স্বদেশ? 
মনুষ্যত্ব বিলীন হয়েছে, তা বলে এতোটা বিলীন? 
লজ্জায় অবনত মস্তকে আমাকে বলতেই হয়
হা ঈশ্বর! তুমি সুমতি দাও, তুমি সুমতি দাও,  বিবেক ফিরিয়ে আনো ভ্রষ্ট মানুষের।

Comments

    Please login to post comment. Login