পোস্টস

কবিতা

এপিটাফ

৯ জুলাই ২০২৪

শুভ্র সুনজিত

আমি কবেই মরে মাটি হয়ে গেছি। মৃত মানুষের কোনো পরিচয় থাকে না। মৃত মানুষের কোনো সঙ্গী থাকে না। যা থাকে কিছু ফুল, মাটি আর স্মৃতির ইতিহাস। সমাধিতে থাকে এফিটাফ। একটি কবিতা। আমার এফিটাফ কবিতাটি তুমি একদিন পড়তে এসো।