Posts

কবিতা

অস্তগামী রোদ

July 9, 2024

শুভ্র সুনজিত

73
View

বিছানায় শুয়ে কাটে দিনরাত্রি। 
বালিশ নেই, তোশক নেই। 
গায়ের চামড়া পঁচে গেছে অনেক আগেই। 

আশেপাশে কুকুর-শেয়াল ঘুরে মাংসের লোভে। 
জীবন, আমি শেয়ালের খাদ্য হতে চাই না।

গাছে শালিক বসে গান গায়। 
প্রাণ জুড়ানো গান। 
আমার মাথার ভেতর কোকিল গায় কুহুকুহু।

নি:স্তব্ধতার মধ্যে পাতার আওয়াজ মিষ্টিমধুর লাগে।
 

শুকনো পাতায় কার পায়ের আওয়াজ? 
তুমি এসেছো?

Comments

    Please login to post comment. Login