Posts

কবিতা

হুসেন-শোকে

July 9, 2024

নাজমুল হোসেন রিফাত

74
View

অত্যাচারীর অত্যাচারে মজলুম মরে যায়, 

এদিক হতে ন্যাচবিচারের ঝাণ্ডা কে উড়ায়!

মরুর বুকে ঝড়ো হাওয়ায়—

আস্থাভাজন-সত্যবাদী, ন্যায়বিচার চাও যদি;

এসো এখানটায়। ওই যে পেয়ারে হাবীব ইমাম হুসেন

নামটি শোনা যায়। 

এমন প্রাণটি কতল করলো পাষাণভেদীর দল,

এমন রক্ত ঝরিয়ে দিলে আর কী চাই বল? 
 

হুসেন নামের শোকগাঁথা মালা গলায় পরেছি এবার

হুসেন হুসেন বলে বলেই মৃত্যু আসুক আমার

শোকে শোকে মরার আগে মরে যেতে চাই

শোকছায়া পথ হাসিমুখে কি আর পাড়ি দেওয়া যায়

সভ্যতা যে মিছিল করছে হুসেন স্লোগান ধরে

মিছিলের পিছু পিছু চলে যাবো একেবারে পরপারে

হুসেন নামের মাতম সুরে মাতাল সকল সৃষ্টি

উদযাপন তো এজিদিরা করে আরও খায় মিষ্টি

হুসেন শোকে হৃদয় থেকে অঝোরে ঝরুক রক্ত

পচন ধরলেও বলবো তবু আমি হুসেনের ভক্ত


 

Comments

    Please login to post comment. Login