Posts

কবিতা

কেনো এমন করো

July 9, 2024

শুভ্র সুনজিত

78
View

কেন তুমি এমন করো?
তোমাকে কী প্রচন্ডরকম ভালবাসি-তা কি অস্বীকার করো? 
তুমি রক্তের মতো বয়ে বেড়াও আমার সমস্ত শরীরে। 
তবে আর কত অবহেলা? কত নিরাবেগ চাহনি? 
তোমার মনের রঙ্গীন আকাশে মাঝেমাঝে মেঘ জমুক। 
তুমি আমার আকাশে মেঘ, আমি বিশাল পাহাড়। 
আমার গায়ে অঝোরে বৃষ্টিঝরাও, ভালোবাসার। 
আমি পাহাড়।
তুমি বৃষ্টি ঝড়াও পাহাড়ের সকল কূলে।

আমার হৃদয় জুড়োক।

Comments

    Please login to post comment. Login