Posts

কবিতা

হাসির বিনিময়ে

July 9, 2024

শুভ্র সুনজিত

77
View

তুমি সেদিন রাস্তায় বান্দবীর পাশে দাঁড়িয়ে হাসলে
কলকলিয়ে হেসে উঠেছিলো-

আকাশ-গাছ-লতা-পাতা 

রাস্তাঘাট-রিকশা- দালান।
 

আমি তোমার হাসিটুকু-

শুধু ওই হাসিটুকু ফেরত চাই-

এজীবনের বিনিময়ে।

Comments

    Please login to post comment. Login