১.
সেদিন ফুলকপি কিনে আনলাম
একহাতে ফুলকপি নিয়ে রাস্তা হাঁটছি
সকালের নরম কমলা রোদে
গলির মুখেই দেখলাম বাচ্চারা খেলছে
চারটি শিশু, খেলার বিষয় বিড়াল ছানা
তিনটি সদ্য প্রসূত বিড়াল ছানা, ওদের খেলা
ফুলকপি হাতে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ
শিশুগন বিড়ালছানার পিছন দৈড়াচ্ছে, আদর দিচ্ছে
দুধ খাওয়াচ্ছে, কোলে তুলছে, আদর দিচ্ছে
তিনটা বিড়াল ছানা, দুটি কালো সাদা
মিশেল, অন্যটি সোনালী। মা অজানা।
কোমল শীত সকালে এসব দেখে ঘরে ফিরি
নরম শুভ্র সদ্য প্রসূত তিনটি বিড়াল ছানা।
২.
সকালে ঘুম থেকে জেগে উঠি
শীতকাল শুরু হলো আটিগায়ে, তাই
সকালে হয় কোমল রোদ,
ওম আছে তাতে, পরিমিত তাপ আর শিশির গন্ধ
আমার দখিন জানালায় শীতের রোদ নিয়মিত ঢোকে
টেবিলের পাশে জানালায় দাঁড়ানো নিয়ম আমার
জানালা ঘেষেই গুল্ম ভূমি, সাইত্রিশ ফিট হবে
তার পাশেই চাড়া বেলগাছ, বালু ফেলা জমি
দেখি, বালুর মাঠে দেখি, তিনটি বিড়াল ছানা
সদ্য প্রসূত তিনটি বিড়াল ছানা
মরে পরে আছে এলোমেলো,
কোমল শীত সকালে ওরা নিথর রয়েছে
তিনটি বিড়াল ছানা, দুটি কালো সাদা
মিশেল, অন্যটি সোনালী। মা অজানা।
৩.
গতকাল ঘুম হয়নি ভালো
আজকাল প্রায় ঘুম হচ্ছে এলোমেলো
সকাল হলেই জানালা সম্মুখে দাঁড়াই
বালু মাঠে রয়েছে একটি কাক
একটা কিছু খাচ্ছে ঠুকরে ঠুকরে
এই শীতসকালে কাকপাখিদের
খিদে পেয়ে গেছে ! মৃত কিছু হবে হয়তো
আরো কিছুক্ষণ পরে সূর্য আলোয় বুঝতে পেরেছি, গন্ধ পেয়েছি
কাকটা পেয়ে গেছে আজকের খোরাক
তিনটি মৃত বিড়ালছানা। দুটি কালো সাদা
মিশেল, অন্যটি সোনালী। মা অজানা।
নরম শুভ্র সদ্য প্রসূত তিনটি বিড়াল ছানা।
68
View