সুপর্ণা তুমি ঘর থেকে বের হয়ো না
বের হলেও- নীল রঙ্গের শাড়ি পড়োনা
পড়লেও- দুচোখে কাজল দিও না
দিলেও- ঠোঁটে লাল লিপস্টিক দিও না
দিলেও- চুলগুলো এলোমেলো রেখো না
রাখলেও- বাইরে ঘোমটা দিয়ে হেঁটো
ঘোমটা দিলেও- রাস্তায় ফিক করে হেসো না
হাসলেও- অমন বাঁকা চোখে তাকিও না।
78
View