Posts

কবিতা

হারানো বিজ্ঞপ্তি

July 9, 2024

শুভ্র সুনজিত

112
View

গতকাল রাত থেকে আমার মনকে
খোঁজে পাওয়া যাচ্ছে না
ঘরে বারান্দায় খোঁজা হয়েছে
বাড়ির আশপাশেও নেই
ঝরা পাতার স্তুপ,বাড়ির আঙ্গিনা
নদীরপাড় কাশবনেও খোঁজ নিলাম
খোঁজ মেলেনি তার।
থানায় জিডি করে রেখেছি।

ওকে খোঁজে পাবো এই আশায় 
ঘরে অপেক্ষা করছি কয়েকটি রাত
মৃত মানুষের সহজে ঘুম আসে না
বিছানা রাত্রি জাগছে।

Comments

    Please login to post comment. Login