Posts

নিউজ

আগামি বছর আসছে 'হাঙ্গার গেমস' সিরিজের নতুন উপন্যাস

July 9, 2024

নিউজ ফ্যাক্টরি

সুজান কলিন্স তার পাঠকদের আবার প্যানেমে নিয়ে যাচ্ছেন। প্যানেম হলো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটি সার্বভৌম এবং গণতান্ত্রিক সাংবিধানিক প্রজাতন্ত্র। কাল্পনিক এই রাষ্ট্রের অস্তিত্ব রয়েছে হাঙ্গার গেমস সিরিজের উপন্যাসগুলোতে।   

জনপ্রিয় এই উপন্যাস সিরিজ লিখেছেন মার্কিন লেখক সুজান কলিন্স। এই সিরিজের পঞ্চম উপন্যাসটির নাম রাখা হয়েছে ‘সানরাইজ অন দ্য রিপিং’। এটি প্রকাশ করবে মার্কিন প্রকাশনা সংস্থা স্কলাস্টিক।  

‘দ্য হাঙ্গার গেমস’ একটি ইয়ং অ্যাডাল্ট ডিস্টোপিয়ান নভেল। এটি ২০০৮ সালে প্রকাশিত হয়। ক্যাটনিস এভারডিন নামের ১৬ বছর বয়সী একজন কিশোরীকে কেন্দ্র করে এই উপন্যাস লেখা হয়েছে। প্রকাশের পরই এটি বেস্টসেলার হয়ে উঠে। 

হাঙ্গার গেমস সিরিজের অন্য উপন্যাসগুলো হলো ‘ক্যাচিং ফায়ার’, ‘মকিংজে’ এবং ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’। এই বইগুলো অবলম্বনে হলিউডে ৫টি সিনেমা তৈরি হয়েছে। প্রথম ৪টিতে হলিউড তারকা জেনিফার লরেন্স কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।  

সানরাইজ অন দ্য রিপিং ২০২৫ সালের ১৮ মার্চ প্রকাশিত হবে।

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login