Posts

প্রবন্ধ

কসবা উপজেলার দেলী গ্রামের নামকরণ, ইতিহাস ও ঐতিহ্য

July 10, 2024

এস এম শাহনূর- কবি ও গবেষক

মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি কসবা উপজেলার খাড়েরা  ইউনিয়নের মুসলিম অধ্যুষিত একটি প্রাচীন  গ্রামের নাম দেলী। মজার কথা হচ্ছে এই গ্রামে কখনও কোনো হিন্দু বসতি ছিলোনা।  ১৯১০-১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় এর নাম দেবী (Debi)। মুসলিম অধ্যুষিত একটি গ্রামের নাম দেবী হতে পারে না।

🇧🇩 দেলী গ্রামের নামকরণ:
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত  "কসবা উপজেলার ইতিবৃত্তে" দেলী গ্রামের নামকরণ বিষয়ে চমৎকার দু'টো তথ্য পাওয়া যায়। 
(১) ১৯১০-১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় উক্ত গ্রামের নাম দেলী লিপিবদ্ধ হয়নি। এ গ্রামের নাম পাওয়া যায় দেবী। তাই দেবী থেকে দেলি নামকরণ হতে পারে না। উল্লিখিত শব্দার্থ থেকে নামকরণ বের করা কঠিন। মাটির টুকরাকে ঢেলা বলা হয়। এ 'ঢেলা'
গ্রামের চারিপাশ বিস্তৃত জমিতে বিরাজমান। পার্শ্ববর্তী গ্রামের মানুষরা দেলী গ্রামে আসতে জমির মাটির ঢেলা ডিঙ্গিয়ে। তাই পাশের গ্রামের মানুষ এ গ্রামকে দেলি বলত।

(২) সংস্কৃত দেহলি অর্থ সিঁড়ি। গ্রহণযোগ্য মত হলো- গ্রামের এক আদি নিবাসী বারান্দা ও সিঁড়ি দিয়ে একটি সুন্দর বাড়ি নির্মাণ করেন। তাই সংস্কৃত দেহলি (দেহলি>দেলী) থেকে দেলি গ্রামের এরূপ নামকরণ। 
শেষের মতটিই বেশি গ্রহণযোগ্য।

[নোট: দেলি বা দেলী : দেলি শব্দের অর্থ সিঁড়ি, শাখা-প্রশাখা, গোবরের জ্বালানি।]

🇧🇩 একনজরে দেলী গ্রাম:
(১) মাধ্যমিক উচ্চ বিদ্যালয়: ১টি
দেলী পাতাইসার উচ্চ বিদ্যালয়। 
(২) সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১টি
(৩) ৩ শ বছরের পুরনোকেন্দ্রীয় জামে মসজিদ: ১টি
(৫) জামে মসজিদ : ২টি
(৬) কবরস্থান বড়ো: ৫টি
(৭) খেলার মাঠ: ১টি
(৮) ঈদগাহ ময়দান:১টি
(৯) লোক সংখ্যা: প্রায় ৮ হাজার (জন)
(১০) পুরুষ ও মহিলার অনুপাত: ৪৫:৫৫
(১১) মোট ভোটার: ২০০০ জন
(১২) শিক্ষার হার: ৫৫%
(১৩) দারিদ্র্যতার হার: ৩%
(১৪) কিন্ডারগার্টেন স্কুল: ১টি
(১৫) হাফেজিয়া মাদরাসা: ১টি
(১৬) বাজার: ১টি

সীমানাঃ
আয়তন: ৮ বর্গ কিলোমিটার। 
মৌজার সংখ্যা: ১টি
✪ উত্তরে- মান্দারপুর গ্রাম
✪ দক্ষিণে- খাড়েরা ও সোনার গাঁও
✪ পশ্চিমে -পাতাইসার
✪ পূর্বে- শিকার পুর

➤পেশাঃ
কৃষিজীবি=২৫%
প্রবাসী =১৫%
চাকুরীজীবি =২০%
ব্যবসায়ী =২৫% 
অন্যান্য =১৫%


♦️গোষ্ঠী /গোত্র /পাড়া/বাড়ি সমূহ:
✪ আজম তারা বাড়ি/ ভূইয়া বাড়ি
✪ সরদার পাড়া
✪ খা পাড়া
✪ অভি কলিমের গোষ্ঠী 
✪ উত্তর পাড়া


বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম কয়জন হলেন....
✪ ডাঃ আব্দুল হান্নান 
খ্যাতিমান শিশু বিশেষজ্ঞ। 
✪ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম
সাবেক গোয়েন্দা প্রধান (ডিজিএফআই)
✪ আব্দুল কাইয়ূম 
সাবেক শুল্ক কর্মকর্তা 
✪ ডাক্তার নুরুল ইসলাম ভূইয়া (রঙু ডাক্তার )
গ্রামের প্রবীন ব্যক্তিত্ব।
✪ বীর মুক্তিযোদ্ধা আবু নাসের ওয়াহিদ
সমাজ সেবক।
✪ বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান
বর্তমান চেয়ারম্যান। 
✪ এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান
সাবেক চেয়ারম্যান। 
✪ প্রফেসর ড. মো: সানাউল্লাহ 
চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ। ঢাবি 
✪ প্রফেসর ইমরান কাইয়ূম 
ঢাকা বিশ্ববিদ্যালয়। 
✪ মো: শাহাদাৎ হোসাইন 
(ঢবির ব্লু ও স্বর্ণপদক প্রাপ্ত)
উপ পরিচালক, শারীরিক শিক্ষা কেন্দ্র। 
ঢাকা বিশ্ববিদ্যালয়।

🔰তথ্যঋণ:
(১) বাংলাদেশের লোকজ সংস্কৃতি (ব্রাহ্মণবাড়িয়া জেলা) 
বাংলা একাডেমি। 
(২) কথোপকথন-
মো: জহিরুল হক (পাতাইসার)
প্রধান শিক্ষক, শিমরাইল উচ্চ বিদ্যালয়।

Comments

    Please login to post comment. Login