Posts

প্রবন্ধ

কসবা উপজেলার দেলী গ্রামের নামকরণ, ইতিহাস ও ঐতিহ্য

July 10, 2024

POSITIVE BANGLADESH

550
View

মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি কসবা উপজেলার খাড়েরা  ইউনিয়নের মুসলিম অধ্যুষিত একটি প্রাচীন  গ্রামের নাম দেলী। মজার কথা হচ্ছে এই গ্রামে কখনও কোনো হিন্দু বসতি ছিলোনা।  ১৯১০-১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় এর নাম দেবী (Debi)। মুসলিম অধ্যুষিত একটি গ্রামের নাম দেবী হতে পারে না।

🇧🇩 দেলী গ্রামের নামকরণ:
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত  "কসবা উপজেলার ইতিবৃত্তে" দেলী গ্রামের নামকরণ বিষয়ে চমৎকার দু'টো তথ্য পাওয়া যায়। 
(১) ১৯১০-১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় উক্ত গ্রামের নাম দেলী লিপিবদ্ধ হয়নি। এ গ্রামের নাম পাওয়া যায় দেবী। তাই দেবী থেকে দেলি নামকরণ হতে পারে না। উল্লিখিত শব্দার্থ থেকে নামকরণ বের করা কঠিন। মাটির টুকরাকে ঢেলা বলা হয়। এ 'ঢেলা'
গ্রামের চারিপাশ বিস্তৃত জমিতে বিরাজমান। পার্শ্ববর্তী গ্রামের মানুষরা দেলী গ্রামে আসতে জমির মাটির ঢেলা ডিঙ্গিয়ে। তাই পাশের গ্রামের মানুষ এ গ্রামকে দেলি বলত।

(২) সংস্কৃত দেহলি অর্থ সিঁড়ি। গ্রহণযোগ্য মত হলো- গ্রামের এক আদি নিবাসী বারান্দা ও সিঁড়ি দিয়ে একটি সুন্দর বাড়ি নির্মাণ করেন। তাই সংস্কৃত দেহলি (দেহলি>দেলী) থেকে দেলি গ্রামের এরূপ নামকরণ। 
শেষের মতটিই বেশি গ্রহণযোগ্য।

[নোট: দেলি বা দেলী : দেলি শব্দের অর্থ সিঁড়ি, শাখা-প্রশাখা, গোবরের জ্বালানি।]

🇧🇩 একনজরে দেলী গ্রাম:
(১) মাধ্যমিক উচ্চ বিদ্যালয়: ১টি
দেলী পাতাইসার উচ্চ বিদ্যালয়। 
(২) সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১টি
(৩) ৩ শ বছরের পুরনোকেন্দ্রীয় জামে মসজিদ: ১টি
(৫) জামে মসজিদ : ২টি
(৬) কবরস্থান বড়ো: ৫টি
(৭) খেলার মাঠ: ১টি
(৮) ঈদগাহ ময়দান:১টি
(৯) লোক সংখ্যা: প্রায় ৮ হাজার (জন)
(১০) পুরুষ ও মহিলার অনুপাত: ৪৫:৫৫
(১১) মোট ভোটার: ২০০০ জন
(১২) শিক্ষার হার: ৫৫%
(১৩) দারিদ্র্যতার হার: ৩%
(১৪) কিন্ডারগার্টেন স্কুল: ১টি
(১৫) হাফেজিয়া মাদরাসা: ১টি
(১৬) বাজার: ১টি

সীমানাঃ
আয়তন: ৮ বর্গ কিলোমিটার। 
মৌজার সংখ্যা: ১টি
✪ উত্তরে- মান্দারপুর গ্রাম
✪ দক্ষিণে- খাড়েরা ও সোনার গাঁও
✪ পশ্চিমে -পাতাইসার
✪ পূর্বে- শিকার পুর

➤পেশাঃ
কৃষিজীবি=২৫%
প্রবাসী =১৫%
চাকুরীজীবি =২০%
ব্যবসায়ী =২৫% 
অন্যান্য =১৫%


♦️গোষ্ঠী /গোত্র /পাড়া/বাড়ি সমূহ:
✪ আজম তারা বাড়ি/ ভূইয়া বাড়ি
✪ সরদার পাড়া
✪ খা পাড়া
✪ অভি কলিমের গোষ্ঠী 
✪ উত্তর পাড়া


বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম কয়জন হলেন....
✪ ডাঃ আব্দুল হান্নান 
খ্যাতিমান শিশু বিশেষজ্ঞ। 
✪ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম
সাবেক গোয়েন্দা প্রধান (ডিজিএফআই)
✪ আব্দুল কাইয়ূম 
সাবেক শুল্ক কর্মকর্তা 
✪ ডাক্তার নুরুল ইসলাম ভূইয়া (রঙু ডাক্তার )
গ্রামের প্রবীন ব্যক্তিত্ব।
✪ বীর মুক্তিযোদ্ধা আবু নাসের ওয়াহিদ
সমাজ সেবক।
✪ বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান
বর্তমান চেয়ারম্যান। 
✪ এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান
সাবেক চেয়ারম্যান। 
✪ প্রফেসর ড. মো: সানাউল্লাহ 
চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ। ঢাবি 
✪ প্রফেসর ইমরান কাইয়ূম 
ঢাকা বিশ্ববিদ্যালয়। 
✪ মো: শাহাদাৎ হোসাইন 
(ঢবির ব্লু ও স্বর্ণপদক প্রাপ্ত)
উপ পরিচালক, শারীরিক শিক্ষা কেন্দ্র। 
ঢাকা বিশ্ববিদ্যালয়।

🔰তথ্যঋণ:
(১) বাংলাদেশের লোকজ সংস্কৃতি (ব্রাহ্মণবাড়িয়া জেলা) 
বাংলা একাডেমি। 
(২) কথোপকথন-
মো: জহিরুল হক (পাতাইসার)
প্রধান শিক্ষক, শিমরাইল উচ্চ বিদ্যালয়।

Comments

    Please login to post comment. Login