পোস্টস

কবিতা

অণুপদ্য ৬১,জুলাই ৯-২০২৪

১০ জুলাই ২০২৪

Afsana Kishwar

নজরে নজরে ছিলে

ইচ্ছে করে বুঝতে চাইনি

আছো কি না এই দিলে

নাবিক যেমন তাকায় না সমুদ্রে

ভয়ে ঢেউ যদি নেয় গিলে

এক পাত্থর মনওয়ালা 

জুটেছে কপালে

আমি মোম তোমাকে না ছুঁয়েই

প্রেমের আগুনে 

পড়ছি গলে


 

[ভাবানুবাদ]