নজরে নজরে ছিলে
ইচ্ছে করে বুঝতে চাইনি
আছো কি না এই দিলে
নাবিক যেমন তাকায় না সমুদ্রে
ভয়ে ঢেউ যদি নেয় গিলে
এক পাত্থর মনওয়ালা
জুটেছে কপালে
আমি মোম তোমাকে না ছুঁয়েই
প্রেমের আগুনে
পড়ছি গলে
[ভাবানুবাদ]
নজরে নজরে ছিলে
ইচ্ছে করে বুঝতে চাইনি
আছো কি না এই দিলে
নাবিক যেমন তাকায় না সমুদ্রে
ভয়ে ঢেউ যদি নেয় গিলে
এক পাত্থর মনওয়ালা
জুটেছে কপালে
আমি মোম তোমাকে না ছুঁয়েই
প্রেমের আগুনে
পড়ছি গলে
[ভাবানুবাদ]