ঠিক গোধূলী আর সন্ধ্যার মাঝ চিরে সূর্যের দমকা লাল আভায় দিগন্ত জুড়ে ভেসে চলছে সাদা মেঘের পাল তোলা নৌকা,
লগি বৈঠা হাতে ছিপ ছেড়ে বসে থাকা বালক শূন্যে হারিয়ে খুঁজে চলেছে হারানো স্বপ্নে ফেলে আসা নিজের চিরচেনা অস্তিত্ব কিংবা নিজেকে খুঁজে পাবার শেষ পথ।
সময়ের সাথে, মেঘের সাথে, বাতাসের সাথে সন্ধ্যি তাকে দিয়েছে মৌন কম্পাস, মনের সবচে দৃঢ় চাহিদার দিকে তাক করে ঘুরে বেড়াচ্ছে শুধু ফেলে আসা বন্ধুদের স্মৃতি কিংবা অজানা থেকে ছুটে আসা মিষ্টি ডাক।
সময় বদলে গিয়ে সবুজের ভেতরে বৃষ্টি আর গাছের পাজরে জন্ম নেয়া শিশুর ভ্রুণ তাকে মনে করিয়ে দেয় মৃত্যুর পরে জেগে ওঠা ক্রাইস্টও নিজেকে পেয়েছিলো পথে পথে কিংবা মোজেস চিনেছিলো সময়কে দূর পাহাড়ের আগুনের মাঝে।