একটা পাখি,দুইটা পাখি, অন্য পাখির ডানা ভাঙ্গা,
একটা জীবন সাদা, আর অন্য জীবন হরেক রঙে রাঙা।
একটা পাখি শীষ দিয়ে যায়,অন্য পাখি খুঁজে বাসা,
একটা জীবন পরবাস,অন্য জীবন সর্বনাশা।
এক পাখিতেই আহার, অন্য পাখিতেই চিৎকার,
এক জীবনেই বৃথা আর অন্য জীবনের ধিক্কার।
এক নিমিষেই বুঝতে পারা জীবন মানেই স্তব্দ,
এক জীবন, দুই-ই জীবন ভালো থাকার শব্দ।
প্রেম মানেই পাখির ঠোঁঠে তিনটে ঠোঁটের আহার,
বাঁচা মানেই বুঝতে পারা সম্পর্কের বাহার।
This is a premium post.