কথারাও গন্তব্য খুজে
ওরা আসে না যেখানে স্বপ্ন নেই।
হারিয়ে যেতে তাদের দ্বিধা নেই,
বরং সেটাই ভালো
যদি তার গন্তব্য না মেলে।
কিছুদিন আগেও হয়তো কথারা থামতে চাইতো না
আজ তাদের অনীহা, বাড়তে চায়না
কথাদের আয়ু কমে আসে,যেখানে স্বপ্ন নেই
গন্তব্যহীনতায় কথাদের প্রেম বাচে না।
90
View