Posts

কবিতা

❑ ধ্রুপদী উত্থান

July 11, 2024

ইস্রাফিল আকন্দ রুদ্র

94
View

ক্লাসিক্যাল বিকেলে ধর্মীয় আলয়ের আলোয়
অপেক্ষারত একজন একবিংশ শতাব্দীর তরুণ-
দ্যাখবে চুল এলোমেলো সদ্য অষ্টাদশী তরুণীকে।
উত্তরাধুনিক সন্ধ্যার অন্ধকার এসে খাবি খায় 
তবুও তরুণী আসে না কেশ মেলে-প্রবাহ ঠেলে..

দেয়াল টপকে আবেগ-বিবেক-মেঘ উদ্বেগে যায় 
গিয়ে দ্যাখে—তরুণী উন্মাদ স্বৈরাচারীর দরোজায়
শুয়োরেরা টোপ ফেলেছে যুগপৎ কত নত বাহানায়
তরুণ উন্মনে প্রেমে-বিদ্রোহে পাশে এসে দাঁড়ায়।

শুষ্ক সমতল ভূমির পাহারায় দূরপাল্লার সেতু মহল 
অকস্মাৎ ভেজা দমকা হাওয়ায় বহু ক্যারিশমায়-
সীমান্তরেখা অতিক্রম করে জয়োধ্বনি; ভাঙলো টহল।
বিষম গানে উন্মাদ সব, বাদলের ঝড়ে উড়ে শোক..
স্পর্শ ও স্ফুলিঙ্গের ধ্রুপদী উত্থানে বিমূঢ়াবস্থায় সুচিমুখ।

Comments

    Please login to post comment. Login