Posts

চিন্তা

কেননা ঝুলে থাকা লাশ নাকি বিধাতাও গ্রহন করে না

July 11, 2024

Iqbal Hossain

98
View

 বিষাদে ছুয়ে গেছে রঙ্গিন দিন। উড়ে যাওয়া তীর্থের কাক পথ ভুলে ফিরে আসে আবার পুরনো দিনে। যেথায় আনন্দের উল্লাস ধ্বনি এখন পুরোটা পথ জুড়ে ভীষন নিরবতা।মৃত লাশের গন্ধ তীব্র। শেষ জায়গাঁর জন্য কবর খুড়ে নি কেউ। লাশ আজ শুটকি। যেন ভক্ষনের জন্য বসে আছে শকুন। শকুনের আনন্দ আর উল্লাসের দিন আজই। ব্যর্থ এই মানবতা ! ব্যর্থ আমি। বিবেক শূন্য এই জাতির নির্মম মৃত্যু জন্য দায়ী এক ব্যর্থ প্রেমিক। কারন ,প্রেমিকের মৃত্যুতে শোক হয় না। কেননা ঝুলে থাকা লাশ নাকি বিধাতাও গ্রহন করে না। প্রেমিকার বিয়েতে আজ যত বাতি জ্বলছে, যত আনন্দ ঠিক ততটাই আনন্দ আজ শকুনের একজন প্রেমিকের মৃত্যু। আমার এই দীর্ঘ নি:শ্বাস ওই সকল প্রেমিকদের।

Comments

    Please login to post comment. Login