‘প্রেমপত্র’ গল্পের শেষের দিকে অজান্তা আর অভিষেক মুখোমুখি।
অভিষেক এ কেমন কথা হলো?
কি আবার?
তুমি যাচ্ছো! এই তো।
যাও। এ নিয়ে আমার মাথা ব্যাথা নেই।
এ কেমন কথা অভিষেক?
তুমি যেতে চাও। ভাঙ্গতেই তো চাচ্ছো সবকিছু। যাও ,আমি তো আর তোমার উপস্হিতিকে ভালবাসি না ,ভালবাসি তোমাকেই।
অজান্তা যে কি যে বুঝে মুখ ফিরিয়ে নিলো তা জানা গেলোও না।
তারপর থেকেই মুখ ফিরিয়ে নিলো অভিষেকও আর মুখ ফিরিয়ে তাকাই নি।
66
View