Posts

পোস্ট

বেদনায় আমি-“ বিষ পানে নীলই হতে চাঁই !!”

July 11, 2024

Iqbal Hossain

69
View

নীল আকাশে একবার নীলাম্বরী ডেকে বলেছিলো-

“আমায় নয় ! নীল কে ভালবাসো !!”

উত্তরে আমি নীল খুঁজেছি -‘আকাশে’
সে এখন অবধি বৃষ্টিতে মুখ লুকিয়ে কাঁদে।

পানিতে আমি নীল খুঁজেছি সে নাকি নীলকেই চিনে নাহ !

এখন আমি বাতাসেই নীলকে খুঁজি সে নাকি

-‘নীলাদ্রি’ কেই ভালবাসে ভীষণ মন খারাপে রাতে বৃষ্টিতেই কথা বলে।

প্রেমপত্র গল্পে এখন-

বেদনায় আমি-“ বিষ পানে নীলই হতে চাঁই !!”
 

Comments

    Please login to post comment. Login