পোস্টস

চিন্তা

তবুও তোমার গল্পে আমি অবধারিত নায়ক কি কখন হয়ে উঠেছি?

১১ জুলাই ২০২৪

Iqbal Hossain

“গল্পের ভীড়ে হারিয়ে যায় শস্যের ভুত।

কিংবা এই গল্প মেলায় ডান মেলে উড়ে আসে শুকনের আস্তানার কথিত কোন এক আজন্ম পাপাশ্রিত বৃথা বকুল।

বকুলের ফুল ফোটে। গন্ধও হয়। তবুও তোমার গল্পে আমি অবধারিত নায়ক কি কখন হয়ে উঠেছি?

দিব্যি না বলা কথা হয়ত বৃষ্টি না ভেজার ভানে দুজন ছাতা মেলেছি ঠিকই কিন্তু আমরা ও ভিজে গেছি। কিন্তু তবুও তোমার মন কি ভিজেছে?

আচ্ছা এই গল্পগুলো এখন বাদই রাখি। “

-কথাগুলো বলছিলেন বৃষ্টিতে এই যুগল।

বৃষ্টিতো সেই কবেই শেষ ,এখন ফিরে এসে আবার মাথায় ছাতা আরেক বার ধরোও, কড়া রোদ আর সহ্য হয় নাহ। বড্ড ভারী লাগে ।