Posts

চিন্তা

তারপর ও সকাল দেখি, রাইতে ক্লান্তি লইয়া ঘুমায়৷

July 11, 2024

Iqbal Hossain

78
View

পুরা একটা ভাঙ্গা হৃদয় লয়ে দুনিয়া চষে বেড়ায়৷ কত কথা কয়, কথা উপেক্ষা দেখি, অবহেলায় তো এক একবার মইরা যায়৷ তারপর ও সকাল দেখি, রাইতে ক্লান্তি লইয়া ঘুমায়৷ কিন্তু তোমার প্রেমে পড়ে পড়ার পর থেকে সব কিছুরে বিষ বিষ লাগে৷ তোমার একবার দেখবার লাইয়া বিস্তর কাহিনী কইয়া পেলায়৷ সবই হইল তুমি আর আমার হইলা না৷

তুমি তো আমার এক অসুখ৷ যেটাই থাকতে আমার ভাল লাগে যেটার চিকিৎসা আমি চাই না৷

Comments

    Please login to post comment. Login