‘যেখানে খঞ্জনা পাখি’ উড়ে যাবে যাক
উদ্দিষ্ট ঘুমের খোঁজে আকাশে আবার
পথে তার বিছিয়েছি অসুখের মুখ
অভ্যাসের অভ্যস্ততা করে অস্বীকার।
তবু তুমি কথা বলো, কথা বলো যেন
ঝিনুক হয়েও নেই নিরবে নিরবে,
মুখের আগুনে যার ঝলসালো মুখ
কথা বলো তুমি তার মুখ অবয়বে।
কথা বলো কথা বলো বধিরের কাছে
রাজপথ টিয়ারসেলের কানে উচ্চস্বরে
কথা বলো হেলমেটে ঢেকে রাখা মুখে,
কথা বলো মুখে মুখে বহুকাল ধরে।
কথা বলো কথা বলো কথা বলো পাখি
কথা বলো বুলেটের চোখ চোখ রাখি।