আল মাহমুদ জীবদ্দশায় স্বীকারোক্তি দিয়েছেন তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই তার লেখায় মুক্তিযুদ্ধ যেভাবে উঠে আসবে অন্যদের লেখায় তা আসবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস তথা কথাসাহিত্যের তালিকা করলে তাই অনিবার্যভাবেই উঠে আসে আল মাহমুদের দুটি উপন্যাস- 'উপমহাদেশ' ও 'কাবিলের বোন' এ নাম দুটি।