Posts

কবিতা

বিষন্ন দুপুর

July 12, 2024

মোঃ আল আমিন

161
View

হলুদ রঙের খামটায় খয়েরী রঙের চায়ের শেড

বেখেয়ালি হাতের আচরণে দেয়া বিষাদের উপহার

টেবিলের ওপাশে দুলতে থাকা চিঠির পাতাগুলো

আত্মচিৎকারের করুন সুরে ডেকে যায় বারবার। 


 

জানালার পর্দায় বুমেরাং হয়ে ফিরে আসে 

সিলিংফ্যানের বাতাস, সাথে ফিকে সব অভিযোগ 

কলিংবেলের সুইচবোর্ডে লেখা দু'লাইন কবিতায় 

ঝুলে থাকে অভিমান জমে থাকা মেঘের অবরোধ। 


 

কালি পড়া চোখে রেখে যাওয়া জুলিয়েটের স্বপ্নে

আত্মগ্লানিতে ডুবে থাকা আহত ইচ্ছেরা বিভোর

প্রেমিকার ঠোঁট, চাপা নিঃশ্বাসের শিহরণে বেঁচে থাকা 

আমৃত্যু কামনার চঞ্চলতায় সে ক্ষনিকের বোধ। 


 

অন্ধ প্রেমিক ঝুলে থাকে সময়ের কাঁটাতারে 

ঘড়ির কাঁটার নির্মম টিকটক ধ্বনি ধমনীতে বিঁধে

মনে পড়ে প্রেয়সীর চোখ, মেরুন রঙের আঁচল

লাজুক লতার মতো নুয়ে পড়া অবনমিত নয়নে।

Comments

    Please login to post comment. Login