Posts

বাংলা সাহিত্য

অস্তিত্ব

April 26, 2024

শাহরিয়ার মোহাম্মদ

Original Author শাহরিয়ার মোহাম্মদ

244
View
বিনিদ্র রাত্রি
মনখারাপি মৃদু বায়ু
নদীর ধার-
আউলা-ঝাউলা বুকের গোছালো তর্জমা করতে জানা মানুষ বিহীন কেটে যাবে।

আসমানের গায়ে শাদা বকের পিঠের মতো চাঁদ,
চাঁদের আলো-
ডানা বিছিয়ে দিয়েছে নদী।
ভানার ভাঁজে মুখ গুজে
চাঁদের আলো লুকোচুরি খেলবে।
যেমন আমার ঢেউখেলানো বেঢপ চিত্তে
সমীকরণ মেলাও তুমি।
আর আমার ভিতর আওড়ায় তোমার অস্তিত্বের ফজিলত।

জানুয়ারি ২৮, চব্বিশ।

Comments

    Please login to post comment. Login