Posts

চিন্তা

যখন হাতে টাকা থাকে না

April 26, 2024

আনোয়ার সাদী

Original Author আনোয়ার সাদী

168
View

যখন কারো হাতে টাকা থাকে না, তখন তিনি একজন প্রফেসরের মতো জ্ঞানী । জীবনের সবচেয়ে বাস্তব জ্ঞান তিনি পেয়ে যান। কী সেই জ্ঞান? তিনি বুঝতে পারেন, তার মূল্য কিসের বিনিময়ে ঠিক করা হচ্ছে । তিনি বুঝতে পারেন, খারাপ সময়ে ভালোবাসার হাত মাথার ওপরে পেতে কেমন লাগে। তিনি বুঝতে পারেন সুসময় আসার অপেক্ষা কতটুকু মূল্য দিয়ে করতে হয়। 

যখন হাতে অনেক টাকা থাকে, উড়িয়ে ছড়িয়ে চলার মতো। তখন একজন প্রফেসরের জ্ঞানও নবিশের মতো লাগে। 

এই যে কথাগুলো বললাম, তা জীবন বুঝতে কাজে লাগবে। অন্যকিছু নয়। 

ফলে, সবার উচিত, জীবন বুঝতে চেষ্টা করা। একই সঙ্গে কখনো যেনো হাত খালি না হয়, তা লক্ষ্য রাখা। 


Comments

    Please login to post comment. Login