Posts

কবিতা

আমি অন্ধ হয়ে যায়

July 13, 2024

মনিরুজ্জামান মাহফুজ

148
View


যখন সাজে মন কৃষ্ণচূড়ার লালে,
অবাক পলাতক মেঘ
দাগ কাটে আকাশের গালে।
হাওয়ারা বয়ে যায় দুপুরের ফাঁকে, 
পাখিরা ফিরে যায় সন্ধ্যার ডাকে।
তখন আমি অন্ধ হয়ে যায়!
মন খুলে দেই,আলো জ্বেলে দেই,
আশারা ভাষা খুজে পায়।
তাথিয়া নাচিয়া আমি বনে যায় বৃষ্টি পাগল ময়ূর। 
ছুটে চলে যায় দৃষ্টি থেকে শত আলোকবর্ষ দূর।
আবার ফুটে উঠি মাটি হতে
নতুন প্রাণের স্পন্দন হাতে-একটি রজনীগন্ধা।
বাড়ি ফিরি চোখে নিয়ে আলো, নামলে সোনালী সন্ধ্যা।
ফের ধূসর পৃথিবী রাতের রঙে সাজে
আমিও ডুবে যায় প্রাত্যহিক কাজে।

Comments

    Please login to post comment. Login