কতো না মধুমাখা প্রেম ছিলো আমাদের!
ঋতু বৃত্তের ডানাঝাপটানো-তে ভয় পেয়ে গ্যালে,
আমাকে ছেড়ে চলে গ্যালে!
তুমি কতো আশা দিয়ে পরিশেষে কোমল হৃদয়ে
ব্যথা দিয়ে চলে গ্যালে।
রাত হয়, রাত কাটে- ভোর হয় সন্ধ্যা নামে,
গোধূলি বেলায় রাঙা সূর্য ডুবে যায়, আর-
আর আমি ডুবে যাই তোমার রেখে যাওয়া
মায়াময় প্রেমের স্মৃতিতে।
তুমি চলে যাওয়ার পর রাগ করে বসে ছিলাম,
বসে ছিলাম প্রকট রোদে ঐ ফুল শূন্য গাছের নিচে।
ভেবেছিলাম তুমি আবার ফিরবে, ফিরবে তুমি
এসে আলিঙ্গন করে বলবে আমায়-দ্যাখো আমি,
আমি এসেছি ফিরে; ফেলে যাওয়া শূন্য নীড়ে।
কিন্তু তুমি এলে না, বৃথা হলো আমার স্বপ্ন
দুঃখে-কষ্টে আমি ঘর ছাড়া হয়ে গ্যালাম।
তুমি চলে যাওয়ার পর অনেকের সাথেই আমি
প্রেমের সাঁকো বাঁধতে চেয়েছি, চেয়েছি কাটাতে প্রহর!
কেউ হয়নি আপন আমার, কেউ হয়নি পর।
যেমনি ছিলো সবাই, থেকে গ্যালো এক-ই
তুমিই শুধু পর হলে, চোখ ম্যালে তা-ই দ্যাখি।
98
View