Posts

কবিতা

আমি কে?

July 14, 2024

অনিরুদ্ধ রনি

আমি জানি

তোমার ঐ চোখে 
এক আকাশ সমান ব্যকুলতা আমাকে নিয়ে !
খুব করে জানতে চাও
আমি কে?

তুমি যদি কখনও প্রশ্ন করো
আমি কে?

তবে আমি বলবো

আমি জীবনান্দ দাসের বনলতা সেন না 
না আমি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা 
না আমি শরৎচন্দ্রের পরিণীতা 
আমি হুমায়ুন আহমেদের রূপাও না.

আমি তো সেই কল্পনা তোমার রাজ্যে
শীতের সকালের মিষ্টি রোদ ...
রোদের দিনে বৃষ্টির আভাস...
বসন্তের প্রথম পলাশ

আমি একান্তই তোমার।

Comments

    Please login to post comment. Login