Posts

কবিতা

তোমার অপেক্ষা

July 14, 2024

অনিরুদ্ধ রনি

79
View

তোমায় দেখেছি নিরবতায় নিস্তব্ধতায়…

এখন শুধু বর্ষনের অপেক্ষা!

অবিরাম বর্ষনে চেয়ে থাকার আনন্দ!

ভাবনার আকাশে নেমে আসো বুকের কাছে।

মেঘের সাথে মেঘের সন্ধি,

তীব্র গর্জন!

বৃষ্টি জানান দেয়,

আবার এসেছে বর্ষা।

এখন শুধু তোমার অপেক্ষা!

মুঠো ভরে বৃষ্টি কুড়ানোর আকুলতা

তোমাকে আঁকড়ে ধরার তীব্র ইচ্ছে

আদর জমেছে ঠোঁটের কোনে
 

এক পশলা বৃষ্টি হয়ে 

আসবে কি তুমি? 

আমার শহরে!

কবি ও লেখক : অনিরুদ্ধ রনি || Poet & Writer : Aunirudh Roney

Comments

    Please login to post comment. Login