Posts

চিন্তা

একদিন সেদিন

July 14, 2024

অনিরুদ্ধ রনি

90
View

পুরনো এই গ্রহ—
সম্পর্কের পরম্পরা কতো পুরনো?
তবু এখানে দুঃখ সম্ভোগে কবিতা হয়;
পরদেশি মেঘে বৃষ্টি নামে আবারো।

একদিন সমস্ত সৌন্দর্যের একাকিত্বতা নিয়ে অনেক দূরে চলে যাবো, যেখানে থাকবে স্নিগ্ধ জলের কথোপকথনের সাথে পাহাড়েড় গল্প, সেই গল্পের মাঝে আমি মিশে যাবো, এই ছোট জীবনে কি পেয়েছি কি হারিয়েছি তার কোন হিসেব থাকবে না, থাকবে না কোনো ইট পাথরের যান্ত্রিকতা, সব ভুলে ডুবে যাব আমি আমার মাঝে, লিখব একটি নতুন কবিতা, সেই কবিতায় সময়ের ভাঁজে ভাঁজে শব্দ জুড়ে যাবে আমার বয়ে চলা জীবনের গল্প, সন্ধ্যার কফিনে উড়ে যাবে ভালোবাসার গাংচিল!

কবি ও লেখক : অনিরুদ্ধ রনি - Aunirudh Roney

Comments

    Please login to post comment. Login