পোস্টস

কবিতা

সে কইতে পারে না

১৪ জুলাই ২০২৪

অনিরুদ্ধ রনি

আপনার সাথে ক্যান আমার এত কথা কইতে ইচ্ছে হয়
ক্যান আমার ভাল্লাগেনা আপনি বিহীন সময় ?
অন্ধকারে ক্যান আমি আপনারেই খুঁজি?
দুঃখ পাইলে ক্যান আমি আপনার কাছেই আসি?

 

আপনি কইতে পারবেন?
ক্যান আমি আপনারে এত ভালবাসি?


আমি নিজেরে জিগাইছি, 

কিন্তু সে কইতে পারে না!

অনিরুদ্ধ রনি || অনিন্দিতা রিতু

#অনিরুদ্ধ_রনি #অনিন্দিতা_রিতু #অনিরুদ্ধ_রিতু