তুমি সূর্যের মতো উত্তপ্ত হয়েছ
আমি চুপ থেকেছি
তুমি জোছনার মতো উজ্জ্বল হয়েছ
তাও আমি চুপ থেকেছি
তুমি অমাবস্যার মতো কালো হয়েছ
তবুও আমি চুপ থেকেছি
তুমি কী হওনি?
তুমি সব হয়েছ
শুধু তা হওনি
যা আমার মুখ দিয়ে বের করতে পারে
পরমাণু বোমার চেয়েও ভয়ংকর কিছু
যা বদলে দিতে পারে
সভ্যতার নানা অসভ্য বাণী
তুমি তা হও
আমার প্রয়োজনে না হলেও
পৃথিবীর প্রয়োজনে তোমার তা হওয়া উচিত।
This is a premium post.