Posts

পোস্ট

তুমি তা হও (Premium)

April 27, 2024

আলভী রহমান

Original Author আলভী রহমান

0
sold
তুমি সূর্যের মতো উত্তপ্ত হয়েছ
আমি চুপ থেকেছি
তুমি জোছনার মতো উজ্জ্বল হয়েছ
তাও আমি চুপ থেকেছি
তুমি অমাবস্যার মতো কালো হয়েছ
তবুও আমি চুপ থেকেছি

তুমি কী হওনি?
তুমি সব হয়েছ
শুধু তা হওনি
যা আমার মুখ দিয়ে বের করতে পারে
পরমাণু বোমার চেয়েও ভয়ংকর কিছু
যা বদলে দিতে পারে
সভ্যতার নানা অসভ্য বাণী

তুমি তা হও
আমার প্রয়োজনে না হলেও
পৃথিবীর প্রয়োজনে তোমার তা হওয়া উচিত।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login