Posts

সত্তাশ্রয়ী

লিটল ম্যাগাজিন সম্পাদনার উন্মাদনা (Premium)

July 14, 2024

শফিক হাসান

0
sold
লিটল ম্যাগাজিন, যেটিকে আদর করে সংক্ষিপ্ত নামে ডাকা হয় লিটলম্যাগ— এটি আদতে কী? কেনইবা সম্পাদনা করতে হয়, পৌঁছাতে হয় পাঠকের হাতে হাতে? এটি যুগের চাহিদা পূরণ করে নাকি সম্পাদকের অতৃপ্ত মনের খোরাক! এককথায় জবাব দেওয়ার সুযোগ নেই। অতীতে জাতির বিভিন্ন সঙ্ককটকালে লিটল ম্যাগাজিন প্রকাশ করতেন উদ্যমী তরুণরা, যাদের বুকে ছিল বারুদ আর চোখে ছিল দেশপ্রেমের দৃঢ় প্রত্যয়, চেতনাজুড়ে ছিল মানুষের প্রতি ভালোবাসা। একটি ভালো লিটলম্যাগ অবশ্যই কঠিন শিকলে কুঠারাঘাতের কাজটিই করত। সেটি এখন করে কি? চারদিকে নানাবিধ খরা, বহুমাত্রিক বগিজগি— প্রাসঙ্গিকতা বিবেচনায় বর্তমানে তো মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় লিটল ম্যাগাজিন প্রকাশিত হওয়ার কথা ছিল। পুতিদুর্গন্ধময় সংস্কৃতির বিরুদ্ধে, লুটেরা গোষ্ঠীর বিপরীতে দাঁড়িয়ে। সম্পাদকের হয়ে ওঠার কথা ছিল একেকজন অ্যাকটিভিস্ট। সেটা কি আমরা পাচ্ছি, দেখছি? না, আছে ম্যাগাজিন; না সম্পাদক।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login