বুকের ভেতর একটা শূন্যতা নিয়ে ঘুরে বেড়াই। পরিযায়ী পাখির মতো আজ এখানে কাল ওখানে। কোনো পিছুটানও নেই। আমি একা। বর্তমানে একটা রেলষ্টেশনে কৃষ্ঞচূড়া গাছের নিচে আমার বাস। আবার হয়তো অন্য কোনো কৃষ্ঞচূড়ার নিচে বাসা বাঁধব। কিন্তু আমার বুকের ভেতর ক’দিন যাবৎ বেদম ছটফটানি। যার জন্য আমি দেশান্তরী, যার জন্য বৈরাগী, যার জন্য আমি এখন পথ-গায়েন, সে কি আসলে...