আমাকে হারিয়ে ফের তুমি কী পেলে?
দুমুঠো সংসার––মাথায় ঘোমটা কিংবা হাতের চুরি
কর্পোরেট বরের ফোনের ওপাশে হ্যালো হ্যালো।
ঠোঁটের কোণায় অহংকার আর ইংরেজদের পেখম।
তোমার আধভাঙ্গা গলায় যত্নমাখা কন্ঠস্বর।
এর বাইরে গিয়ে তুমি কী বা পেলে?
গভীর রাত বসে থাকার পর দরোজার খিড়কি জানান দেয়––আমাকে হারিয়ে তুমি একটা জীবন পেয়েছো যেখানে সুখ আছে কিন্তু তুমি সুখি নও।
তোমার কর্পোরেট বরের দু'চালা সংসার কেড়ে নিয়েছে গোলাপের এক নিদারুন টগবগে লাল পাপড়ি–
দুমুঠো সংসার––মাথায় ঘোমটা কিংবা হাতের চুরি
কর্পোরেট বরের ফোনের ওপাশে হ্যালো হ্যালো।
ঠোঁটের কোণায় অহংকার আর ইংরেজদের পেখম।
তোমার আধভাঙ্গা গলায় যত্নমাখা কন্ঠস্বর।
এর বাইরে গিয়ে তুমি কী বা পেলে?
গভীর রাত বসে থাকার পর দরোজার খিড়কি জানান দেয়––আমাকে হারিয়ে তুমি একটা জীবন পেয়েছো যেখানে সুখ আছে কিন্তু তুমি সুখি নও।
তোমার কর্পোরেট বরের দু'চালা সংসার কেড়ে নিয়েছে গোলাপের এক নিদারুন টগবগে লাল পাপড়ি–