Posts

কবিতা

ভালোবেসেছিলাম

July 14, 2024

Afnan Sarker

64
View

যদি কখনও ঝরে যায় পাতা,
মরে যায় ফুল, আমাদের কথা,
তবু যেন বেঁচে থাকে আমাদের প্রেম,
সবাই জানুক- ভালোবেসেছিলেম।

ছুঁয়েছি বৃষ্টির জল, করেছি তাতে স্নান,
হেসেছি উল্লাসে, কাঁদিয়েছে অভিমান।
আঁকড়ে ধরেছি আঙুল তীব্র আকর্ষণে,
উষ্ণতা খুঁজেছি প্রিয় ভালোবাসার টানে।
হেঁটেছি পায়ে পায়ে শীতল এ পৃথিবীতে,
আমার হৃদয়-অবয়ব সঁপেছি তোমার হাতে।
হয়েছি তোমার মানুষ, আমার হয়েছ তুমি,
তোমার হাত ধরেই পৃথিবী পেয়েছি আমি।

চাইনা হোক কভু, তবু-
যদি কখনও ঝরে যায় পাতা,
মরে যায় ফুল, আমাদের কথা,
তবু যেন বেঁচে থাকে আমাদের প্রেম,
সবাই জানুক- ভালোবেসেছিলেম।
 

Comments

    Please login to post comment. Login