Posts

কবিতা

সময়ানুভূতির কাব্য

July 14, 2024

রফিকুল ইসলাম কামাল

77
View
(Adobe Stock Image)

♦ আলগা হওয়ার পথে তবু
একটু থেমে যাওয়া
পুরনো স্বপ্নগুলো চোখে
ধরা দেয় হয়ে ঘোলা!
(২৮ জুলাই, ২০১৩। রাত ১টা ১৩।)

♦ মন খারাপের মধ্যদুপুর
তার পায়ে ছন্দনুপুর
ভালো থাক রৌদ্রকন্যা
উড়ে চল হয়ে ময়না।
(১৫ নভেম্বর ২০১৩। দুপুর ২টা।)

♦ ক্লান্ত আমি
তপ্ত রোদে
তুমি ঠিকই
আছো মনে।
(১৬ সেপ্টেম্বর ২০১৩। দুপুর ১টা ২৪।)

♦ তুই কী আমার সঙ্গী হবি
জোছনামাখা নিঝুম রাতে?
আয় না একবার সব ভুলে তুই
ঝাঁপিয়ে পড় উত্তাল বুকে...।
(২৪ জুলাই ২০১৩। রাত ২টা ২১।)

♦ তোমার চোখে আমার আকাশ
হৃদয় ঘরে বৃষ্টিবিলাস
ভিজবে? ভেজাবে?
নাকি বদ্ধ ঘরেই ফেলবে
তপ্ত নিঃশ্বাস?
(২৭ আগস্ট ২০১৩। রাত ১১টা ৪৩।)

(নিজের পুরনো ডায়েরির পাতা থেকে)

Comments

    Please login to post comment. Login