♦ আলগা হওয়ার পথে তবু
একটু থেমে যাওয়া
পুরনো স্বপ্নগুলো চোখে
ধরা দেয় হয়ে ঘোলা!
(২৮ জুলাই, ২০১৩। রাত ১টা ১৩।)
♦ মন খারাপের মধ্যদুপুর
তার পায়ে ছন্দনুপুর
ভালো থাক রৌদ্রকন্যা
উড়ে চল হয়ে ময়না।
(১৫ নভেম্বর ২০১৩। দুপুর ২টা।)
♦ ক্লান্ত আমি
তপ্ত রোদে
তুমি ঠিকই
আছো মনে।
(১৬ সেপ্টেম্বর ২০১৩। দুপুর ১টা ২৪।)
♦ তুই কী আমার সঙ্গী হবি
জোছনামাখা নিঝুম রাতে?
আয় না একবার সব ভুলে তুই
ঝাঁপিয়ে পড় উত্তাল বুকে...।
(২৪ জুলাই ২০১৩। রাত ২টা ২১।)
♦ তোমার চোখে আমার আকাশ
হৃদয় ঘরে বৃষ্টিবিলাস
ভিজবে? ভেজাবে?
নাকি বদ্ধ ঘরেই ফেলবে
তপ্ত নিঃশ্বাস?
(২৭ আগস্ট ২০১৩। রাত ১১টা ৪৩।)
(নিজের পুরনো ডায়েরির পাতা থেকে)