Posts

কবিতা

একটি অপূর্ণ ভালোবাসা

July 14, 2024

হোজাইফা হোসাইন

159
View

মেঘমুক্ত পূর্ণিমা খচিত আকাশের পানে অবাক বিস্ময়ে তাকিয়ে রই
যখন আকাশের ঐ চাদ বলে যায় তোমার কথা,
একে যায় তোমার ছবি, তোমার শূণ্যতা।
আজ এই গভীর নিশীথের নির্জনতার প্রহরে তোমাকে মনে পরে হায়।
তোমাকে ভালোবেসেছি, তোমার চোখে স্বপ্ন একেছি তাই। 
প্রিয় পরিনীতা,
তুমিও কী আমার দু-চোখে স্বপ্ন একেছ? 
আমারেই কী ভালোবেসেছ?
আকাশের ঠিকানায় আমার জন্যে কী লিখেছ একটি চিঠি? 
হয়তো লিখ নি। 
লিখনি বলেই কী মনের মাধুরি মিশিয়ে তোমার ছবি আকব না? তোমার কথা ভাববো না?
তোমার কথা না ভাবলে যে আমার এক দন্ডও চলে না। 
প্রথম যেদিন তোমার চোখের অনন্ত মায়ায় ডুবেছিলাম,
সেদিনই আমার জীবনের মুগ্ধতার অর্থ বুঝেছিলাম।
তোমার চোখের সেই অনন্ত মায়ার তরে,
আমি অনায়াসেই বিসর্জন দিতে পারি রোমান কিংবা-
বাইজেন্টাইন সম্রাজ্যের শত সুখ, অজস্র বিলাসীতার লোভ। 
আমি এখনও ক্লান্ত পথিকের ন্যায় একটি ফুল হাতে ঘুরি টেকনাফ থেকে তেতুলিয়া-রুপসা থেকে পাথুরিয়ার প্রতিটি পথে ঘাটে।


হোজাইফা হোসাইন

Comments

    Please login to post comment. Login