Posts

কবিতা

যাদের পদতলে শরাবের খনি বয়

July 15, 2024

শেখ মুস্তাহিদ আহমেদ শোয়েব

তুমি কে- আমি জানি না
আমি কে- তুমি জানো না,
তাই আর হলো না-ক মাখামাখি, ঘষাঘষি 
কবিতার খাতায় আমি প্রজাপতি পুষি।

রাজাকে পোষে জগৎপিতা, রাজা পোষে রাণী 
রাণীর পদতলে শরাবের খনি,
সুধা খাও কিংবা খাও ঝুটা
সৈন্য হয়ে আজকে হায়েনা সেজেছে মহারাজা।

রাজা-রাণীর পদতলে ঝুঁকে ঠেকায় মাথা
নজরুল, নবারুণ শুনলে পরে কেটে দেবে মাথা;
মাথা তুলে তাকাবে না, গেয়ে যাবে তাদেরই জয়-
যাদের পদতলে শরাবের খনি বয়।
 

Comments

    Please login to post comment. Login