আজ আবার দেখা হলো
~সানজানা আক্তার মিম
আজ আবার দেখা হলো, আরেকটি বার পেলাম তোমায়,
আমার আকুল মন আবার ব্যাকুল হলো তোমারি ভর্ৎসনায়।
তোমার ওই তিক্ত কথায় মন যে আবার ভেঙে গেল,
সব আশা হারিয়ে গেল, কান্না এসেও থমকে গেল,
তুমি সামনে ছিলে তাই।
রাগে-ক্ষোভে যে তোমার বিতৃষ্ণা ধরেছিল ঠাহর করেছিলাম সবটাই,
তবে হাসিমুখে মেনে নিয়েছিলাম সবটা যদিও সহ্য করা দায়।
আমার চোখের দুফোঁটা জল যে ছিল মূল্যহীন,
যদিনা তুমি জানাতে আমায়, রয়ে যেতাম জ্ঞানহীন।
কতনা খুঁজেছি তোমায় হন্যে হয়ে, কোথায় যে হারিয়ে গেলে!
গোলকধাঁধায় আটকে শেষে ফিরে এলাম নিজ ঠিকানায়।
ব্রত করেছিলে বলে শূণ্য পেটে বকে ছিলে আমায়,
তবে জানোতো, অভুক্ত ছিলাম আমিও, তোমার প্রতীক্ষায়।
আজ সবটা জেনে, সবটা শুনেও, নেই তোমার প্রতি বিন্দুমাত্র অভিমান,
চাই শুধু বাকিটা জীবন হাতে হাত রেখে চলতে, মেনে নিয়ে তোমার সব রাগ-অভিমান।