বুকের গহিনে চাপা কষ্ট নিয়ে নীরবে কাজ করে যায় সে। কেউ বুঝেনি তার মনের দুঃখ। কাউকে কখনো নিজের বেতন বলেনি। এক মাস দু’মাস করে বছর যায়। এভাবে সময় গড়াতে থাকলে আরো আট বছর পরে প্রমোশন পেতে পেতে সে একদিন কোম্পানীর জি, এম (এডমিনিস্ট্রেশন) হয় এবং তার বেতন বেড়ে গিয়ে দাঁড়ায় এক লক্ষ টাকার উপরে। নিজের চেষ্টা, ধৈর্য্য আর পরিশ্রম করে আজ সে একটা উন্নত অবস্থানে। এর মূল সহায়ক এবং নিয়ামক হলো শিক্ষা।