দিনের পর দিন যায় কিন্তু কিছুই যেন করার নেই। এই নানার বাড়ি ছাড়া আর কোনো আশ্রয়ও নেই। এটাই তার শেষ আশ্রয়স্থল। কিন্তু শেষ আশ্রয়ও আর নিরাপদ নয়। এটা তো সে ছাড়া জগতের আর কেউ জানে না। বড়ো আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকে ইসরাত। রাতের বেশির ভাগ সময়ই সে জেগে থাকে ভয়ে...