Posts

চিন্তা

আমি সবকিছু পারি না, যা পারি শুধু তাই করতে পারি

July 15, 2024

Subrato Adhikary

83
View

কিছু জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন।  আর কোনোমতেই পারবেন না কিছু জিনিস পরিবর্তন করতে। প্রতিটা মূহুর্তে আপনাকে কাজ করে যেতে হবে যখন আপনি স্থির এমনকি তখনও! আপনার ফুসফুসের সংকোচন প্রসারণ, আপনার হৃদপিন্ডের কপাটিকার বন্ধ হওয়া খুলে যাওয়া, রক্তের স্রোতে ভাসমান-ডুবন্ত হয়ে এনজাইমের ছুটে চলা, মস্তিষ্কের গ্রন্থি থেকে ক্ষরিত রসে টইটুম্বুর হয়ে যায় রক্তস্রোত, ইলেকট্রনের গতিতে আপনার চিন্তাজগত আলোড়িত হয় যখন আপনি স্থির থাকবেন তখনও ঘটতে থাকবে যতদিন আপনি এই পৃথিবী গ্রহে টিকে আছেন। এই টিকে থাকার লড়াইয়ে আপনার এত সময় কোথায় সে' সব নিয়ে ভাবার যা আপনি কখনই পরিবর্তন করতে পারবেন না! সে'সব নিয়ে ভেবে আপনি আপনার স্বাভাবিক জীবন প্রবাহকে কেনো হুমকিতে ফেলবেন? একটা কথা মনে রাখবেন আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন না। শুধু আপনিই জানেন ভালো, কোনগুলো আপনি পরিবর্তন করতে পারবেন! বাকি মানুষজন তো শুধু পারবে আপনাকে নিয়ে অনুমান করতে।

~ ১৫ জুলাই, সোমবার, ২০২৪

Comments

    Please login to post comment. Login