Posts

কবিতা

রাষ্ট্র তুমি রঙিন তলোয়ার

July 15, 2024

আতিকুর ফরায়েজী

98
View

রাষ্ট্র, 

তুমি রঙিন তলোয়ার।  

তোমার শরীরে ঝলমল করে সূর্যের আলো; 

আমার শরীরে ঝরে পড়ে বৃষ্টির ফোঁটা; 

নিঃশ্বাসে ফুসফুসে বারুদের গন্ধ যায় প্রতিদিন। 

রাষ্ট্র, 

তুমি কতদিনের পথিক! কত দিনের বন্ধু? 

তোমার পথের ইটে লেগে আছে— 

আমার ভাইয়ের রক্ত; মায়ের স্মৃতি স্মৃতি। 

তোমার মাটিতে পোতা আমার বাবার ইতিহাস। 

তুমি অমর; তুমি অবিনশ্বরতো নও! 

রাষ্ট্র, 

তোমার তলোয়ারের রক্তাক্ত জ্যোৎস্নায় 

রাত্রির আঁধারে ঝলসে ওঠে শাবকের চোখ। 

তুমি ভোরের কিরণে সোনার ফসল পুড়িয়ে দাও, 

তুমি সন্ধ্যার আলোয় প্রার্থনার গান ভঙ্গ করো। 

 
রাষ্ট্র,  

তোমার বুকের গভীরে দাফন করে রেখেছো— 

আমাদের স্বপ্ন; মানুষের আশা, 

শত বছরের ইতিহাস, শত শত প্রেম। 

হে প্রিয় রাষ্ট্র, 

তুমি রঙিন তলোয়ার। 

Comments

    Please login to post comment. Login