Posts

পোস্ট

আমার দেশ

July 16, 2024

প্রয়াস মেঘনাদ

203
View

কোটা আন্দোলন, প্রশ্ন ফাঁস, রপ্তানি খাতের ১৪ বিলিয়ন টাকা গড়মিল,  আবেদ কাকা'র ছেলের পোস্ট,  প্রধানমন্ত্রীর সাবেক পিয়ন, ভারতের রেল, চায়না চাহিদা মতো টাকা দেয় না, সার্বজনীন স্কীম, শিশু নিখোঁজ...  খবরের যে অবস্থা,  তাতে খাওয়া দাওয়া বাদ দিয়ে সিডিওল মাফিক শুধু খবর খাইতে মন চাইতেছে।
এদিকে আব্বায় কয়ে দিসে," তোর ওতো চিন্তা কিসের, খাবি-দবি, ঘুরবি-হাগবি, সময় মতো বাচ্চা উৎপাদন করবি ব্যাস।"

দাদারে কাজ নিয়া, আফসোস হইলো, সে যদি তার মুক্তিযোদ্ধার সনদ ছিড়া না ফেলতো, তাইলে কোটার পক্ষে হয়তোবা একজন লোক বাড়তো,(কোটা পক্ষের কপাল খারাপ)।

এতো কিছুর পরেরই শুধু দান্তে আলিঘেরির একটা কথা'য় মনে পড়তে ছে,-
" The darkest places in hell are reserved for those who maintain their neutrality in times of moral crisis."

ভালো থাকবেন

Comments

    Please login to post comment. Login