Posts

কবিতা

অবিন্যস্ত সময়ের নির্ঘণ্ট

July 16, 2024

সুকান্ত সোম

83
View

অথচ আমি একলা চলতেই চেয়েছিলাম

সম্বিত ফেরা দিনে অবিন্যস্ত সময়ের দাবি মিটিয়ে

যে বেলা ক্লান্ত হলাম

আমি নিঃসঙ্গ বিহঙ্গের মত নির্জলা পুকুরের শেষ বিন্দু কে সঙ্গী না করে ফিরে যেতে চেয়েছিলাম

অনঙ্গ চৈত্রের শুন্যতাকে নিয়েছিলাম পথিকের বেশে

কেউ দেয় নি,

নেয়নি চিরন্তন ভার ক্লেশে ভরা মনটার।

সব কিছু পিছে ফেলে অনাদি কালের দায় মিটিয়ে আমি যখন ক্লান্ত হলাম

আমি একা চলতেই চেয়েছিলাম

আমাকে আবার ফিরতে হবে অভাবনীয় নির্বাক চাহনীর

অবসান ঘটিয়ে

কুন্ঠিত বেলার শ্রাদ্ধ দেখে, ক্লান্ত পথিক হয়ে আমি কি গড়তে পারি অজানায় থাকে

অবিন্যস্ত সময়ের নির্ঘন্টকে মেনে নিয়ে প্রবল অনাগ্রহকে পাশে ঠেলে নির্ঘাত ফিরতে হল।

করুনাকে পরম করে, পেল্লব দেহখানাকে সজাগ করে

ফিরতে হবে তা অজানায় ছিল,

অথচ আমি একলায় চলতে চেয়েছিলাম।

Comments

    Please login to post comment. Login