পোস্টস

কবিতা

অবিন্যস্ত সময়ের নির্ঘণ্ট

১৬ জুলাই ২০২৪

সুকান্ত সোম

অথচ আমি একলা চলতেই চেয়েছিলাম

সম্বিত ফেরা দিনে অবিন্যস্ত সময়ের দাবি মিটিয়ে

যে বেলা ক্লান্ত হলাম

আমি নিঃসঙ্গ বিহঙ্গের মত নির্জলা পুকুরের শেষ বিন্দু কে সঙ্গী না করে ফিরে যেতে চেয়েছিলাম

অনঙ্গ চৈত্রের শুন্যতাকে নিয়েছিলাম পথিকের বেশে

কেউ দেয় নি,

নেয়নি চিরন্তন ভার ক্লেশে ভরা মনটার।

সব কিছু পিছে ফেলে অনাদি কালের দায় মিটিয়ে আমি যখন ক্লান্ত হলাম

আমি একা চলতেই চেয়েছিলাম

আমাকে আবার ফিরতে হবে অভাবনীয় নির্বাক চাহনীর

অবসান ঘটিয়ে

কুন্ঠিত বেলার শ্রাদ্ধ দেখে, ক্লান্ত পথিক হয়ে আমি কি গড়তে পারি অজানায় থাকে

অবিন্যস্ত সময়ের নির্ঘন্টকে মেনে নিয়ে প্রবল অনাগ্রহকে পাশে ঠেলে নির্ঘাত ফিরতে হল।

করুনাকে পরম করে, পেল্লব দেহখানাকে সজাগ করে

ফিরতে হবে তা অজানায় ছিল,

অথচ আমি একলায় চলতে চেয়েছিলাম।